• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিয়োগ পরীক্ষা চলাকালীন মোবাইলে উত্তরপত্র, বহিষ্কার সেই প্রার্থী 

  ক্যাম্পাস ডেস্ক

২৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:১১
রাবি
রাবি মূল ফটক (ছবি : সংগৃহীত)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিম্নমান সহকারী নিয়োগ পরীক্ষা চলাকালীন মোবাইলে উত্তরপত্রসহ এক পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করেন পরীক্ষক। পরে তাকে বহিষ্কার ও মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্যার কুদরত-ই-খুদা অ্যাকাডেমিক ভবনের ৪১২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত পরীক্ষার্থীর নাম মো. আশিকুর রহমান। তিনি রাজশাহীর ভদ্রা এলাকায় থাকেন।

বিষয়টি নিশ্চিত করে দায়িত্বরত পরীক্ষক ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রভাষক আব্দুল মালেক জানান, ‘পরীক্ষা চলাকালীন একজনকে মোবাইলে উত্তরপত্রসহ হাতে নাতে ধরেছি। তাকে বহিষ্কার করা হয়েছে। এরপর প্রক্টরকে জানিয়েছি। তিনি বিষয়টি দেখছেন।’

আরও পড়ুন : মুজিববর্ষের যে কোনো প্রশ্নের উত্তর দেয় রোবট

এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, ‘যেহেতু তাকে বহিষ্কারও করা হয়েছে। তাই ভবিষ্যতে এ ধরনের অপকর্মসহ কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হবে না শর্তে তার বাবার উপস্থিতিতে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড