• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

অধিবর্ষে চবি হিস্ট্রি ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ 

  চবি প্রতিনিধি

২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১২
হিস্ট্রি
চবি হিস্ট্রি ক্লাবের সদস্যরা (ছবি : দৈনিক অধিকার)

অধিবর্ষ বা লিপইয়ার (২৯ ফেব্রুয়ারি) মূলত চার বছর পরপর পালিত হয়। তাই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য অনেকেই ভিন্নভাবে উদযাপন করে থাকেন।

অধিবর্ষে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিস্ট্রি ক্লাবের সদস্যরা।

এ দিন ক্লাব সদস্যরা ‘ইউটিলাইজ দ্যা ডে, সেভ দ্যা লাইফ বা ন্যাচার, সেলিব্রেটিং লিপইয়ার’ স্লোগানে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ ৩টি মোড়ে সচেতনতামূলক ৩টি বিলবোর্ড টানিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় শাটল ট্রেনের দুর্ঘটনা ঠেকাতে, ব্যবসায় প্রশাসন অনুষদ সংলগ্ন স্থানে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে এবং বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় বন উজাড় করার পরিণতি বা নির্বিচারে বন উজাড় না করতে সচেতনতামূলক উক্তি সম্বলিত বিলবোর্ড টানিয়েছেন তারা।

আরও পড়ুন : ইবিতে ঠাকুরগাঁও ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ

এ ব্যাপারে ক্লাব সভাপতি ছালেহ মো. আব্দুল্লাহ দৈনিক অধিকারকে বলেন, ‘আজকের এই বিশেষ দিনটিকে অনেকেই অনেকভাবে স্মরণীয় করে রাখতে চেষ্টা করে। আমরা ক্লাব থেকে ভালো কিছু করতে চেয়েছি। এই আইডিয়া আমাদের ক্লাব মেম্বার সুমাইয়ার। হিস্ট্রি ক্লাব সব সময় ভালো কাজের সঙ্গে রয়েছে।’

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড