• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ব্যাপারে ইতিবাচক বুটেক্স

  বুটেক্স প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৪
বুটেক্স
বুটেক্স মূল ফটক (ছবি : দৈনিক অধিকার)

পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার ব্যাপারে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ইতিবাচক বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বুটেক্স সাংবাদিক সমিতির সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষার পরিবর্তে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে কৃষি, প্রকৌশল, সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি হিসেবে ৪টি ভাগে ভাগ করা হয়েছে।

গুচ্ছ পদ্ধতিতে বুটেক্স কোনো গ্রুপে অংশ নেবে নাকি আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেবে এখনও এ বিষয়ে সিদ্ধান্তে আসেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ের পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বুটেক্স উপাচার্য।

তিনি জানান, ‘গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার ব্যাপারে বুটেক্স ইতিবাচক। কিন্তু এখনো অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিং হয়নি।’

আরও পড়ুন : বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বহিষ্কার

তিনি আরও জানান, ‘আরও কিছু বিষয়ে ইউজিসির অবস্থান ও সিদ্ধান্ত পরিষ্কার হতে হবে। এরপর আমরা সিদ্ধান্ত নেবো।’

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড