• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডিনস অ্যাওয়ার্ড পেলেন শেকৃবির ৪৩ শিক্ষার্থী

  শেকৃবি প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৯
শেকৃবি
ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ৪৩ শিক্ষার্থী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের নবীন বরণ অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ।

অনুষ্ঠানে অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, উপউপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল জব্বার সিকদার, আজাদ গ্রুপে ম্যানেজিং ডিরেক্টর আবুল কালাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অনুষদ সম্পর্কে শিক্ষার্থীদের সামনে প্রেজেন্টেশন তুলে ধরেন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসাইন।

আরও পড়ুন : স্পোর্টস চ্যাম্পে গকসুর ১৪ লক্ষ টাকার বাজেট পেশ

জানা যায়, ২০১৮ সালের ফলাফলের ওপর ভিত্তি করে ৫ লেভেলের ৪৩ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। সামগ্রিক ফলাফল বিবেচনা ও নীতিমালা অনুসরণে যারা একই লেভেলের উভয় সেমিস্টারে ৩.৮ বা তদূর্ধ্ব সিজিপিএ অর্জন করেছেন তাদের ডিনস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড