• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্পোর্টস চ্যাম্পে গকসুর ১৪ লক্ষ টাকার বাজেট পেশ 

  গবি প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৩
গবি
গকসুর সাধারণ সভা (ছবি : দৈনিক অধিকার)

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০২০ উপলক্ষে ১৪ লক্ষ ১৮ হাজার ২০০ টাকা বাজেট পেশ করেছে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু)।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৪১৭ নাম্বার কক্ষে ছাত্র সংসদের কোষাধ্যক্ষ খাদিজা আক্তার সেতু এই বাজেট পেশ করেন। পরে উপস্থিত সকলের মতামতের ওপর ভিত্তিতে এই বাজেটের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ডা. দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু, রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মো. জুয়েল রানা, জিএস নজরুল ইসলাম রলিফসহ প্রায় চার শতাধিক শিক্ষার্থী।

বাজেট অধিবেশন শেষে রেজিস্ট্রার জানান, ‘বিশ্ববিদ্যালয় খেলাধুলায় এগিয়ে আছে। এবার এই প্রতিযোগিতার মোট ৫টি ইভেন্ট গণ বিশ্ববিদ্যালয়ে হবে। ছেলে-মেয়ে ক্রিকেট, কাবাডি, ভলিবল প্রতিযোগিতাসহ ফুটবল খেলার মোট ৬৭টি ম্যাচ গণ বিশ্ববিদ্যালয়ে হবে।’

নজরুল ইসলাম রলিফ জানান, ‘আমাদের বিশ্ববিদ্যালয় ক্রীড়া বান্ধব। আশা রাখছি, গত বছরের মতো এবারও খেলাধুলায় অনেক ভালো করবো। সুষ্ঠ ও সুন্দরভাবে খেলা শেষ করতে সকলের সহযোগিতা কাম্য।’

আরও পড়ুন : প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন ইবির ৮ শিক্ষার্থী

উল্লেখ্য, এই প্রতিযোগিতার ১ম আসরে গণ বিশ্ববিদ্যালয় ৭টি ইভেন্টে অংশ নিয়ে ৪টি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড