• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

জবিতে ‘বাংলা ভাষায় কি জ্ঞানচর্চা করা সম্ভব?’ শীর্ষক লেকচার 

  জবি প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৭
জবি
‘বাংলা ভাষায় কি জ্ঞানচর্চা করা সম্ভব?’ শীর্ষক লেকচার (ছবি : দৈনিক অধিকার)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘বাংলা ভাষায় কি জ্ঞানচর্চা করা সম্ভব?’ শীর্ষক ২য় লেকচার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) আমাদের ‘সংবিৎ’ এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বজলুর রহমান মিলনায়তনে এ লেকচারের আয়োজন করা হয়।

এতে রাকিবুল রাকিবের উপস্থাপনায় আলোচনা করেন- লেখক ও গবেষক ফিরোজ আহমেদ, বুয়েটের অধ্যাপক ফারসীম মান্না মোহাম্মদী।

ফিরোজ আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে তখনই বিশ্ববিদ্যালয় হয়ে উঠছে, যখন এটা বিশ্ববিদ্যাকে মাতৃভাষায় ধারণ করতে পেরেছে, মাতৃভাষায় জ্ঞানচর্চা করতে পেরেছে। চিনুয়া আচেবে তার ‘থিংকস ফল অ্যাপার্ট’ নাইজেরিয়ার ভাষায় অনুবাদ করতে দেয়নি কারণ এতে মর্মবস্তুগত সমস্যা হতে পারে বলে। কিন্তু আশির দশকে জাপান গিয়ে তার এই ধারণার পুরো পরিবর্তন হয়ে যায়।’

এ সময় আলোচকরা আরও বলেন, ‘বাংলা ভাষায় অবশ্যই জ্ঞানচর্চা করা সম্ভব। বাংলা ভাষায় বিজ্ঞানচর্চা করা যাবে কিনা এমন সংশয় দীর্ঘদিন ধরে আমাদের দেশে চালু থাকলেও এমন সংশয়ের কোনো কারণ নেই।’

তারা বলেন, ‘বাংলা একাডেমী থেকে বিজ্ঞানকোষ কয়েক খণ্ডে বের হয়েছে, শিশু একাডেমীও বিজ্ঞান কোষ বের করেছে। লেখকেরা নানান ধরনের বিজ্ঞান বিষয়ক বই লিখছে, অনুবাদ করছে। হয়তো এর পরিমাণ সংখ্যায় কম, হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা কাঠামোর দুর্বলতার কারণে বিজ্ঞান চর্চার বিকাশ হচ্ছে না। পারিভাষিক শব্দের অভাব আছে, দুর্বোধ্যতা আছে তবে জাপান যেহেতু পেরেছে, যেহেতু চীন পেরেছে সেহেতু আমরাও পারবো। তবে সেজন্য আমাদের ভাষার প্রতি দরদ থাকা দরকার। নিজ ঐতিহ্য ও ইতিহাসের প্রতি, নিজ জাতির প্রতি দায়বোধ থাকা দরকার। এখানে রাষ্ট্রের ভূমিকা থাকতে হবে, রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

আরও পড়ুন : ববিতে হামলাকারীদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন

পরে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে লেকচার সমাপ্ত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড