• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সজীব-সাগর স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল রবিবার

  বুটেক্স প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৩
বুটেক্স
ফাইনালিস্ট দুই দল (ছবি : সম্পাদিত)

সজীব-সাগর স্মৃতি আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগিতা-২০১৯ এর ফাইনাল আগামী রবিবার (১ মার্চ) অনুষ্ঠিত হবে।

এ দিন সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ।

ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৩তম ব্যাচ দল এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪১তম ব্যাচ দল পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করবে।

এ প্রতিযোগিতায় বিজয়ী দলের জন্য থাকছে ১২ হাজার টাকা এবং রানার্সআপ দল পাবে ৬ হাজার টাকা। এছাড়া এই ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে থাকছেন জাতীয় পর্যায়ের ভাষ্যকার ইমরান জামিল।

আরও পড়ুন : রাবি অধ্যাপকের বিরুদ্ধে ১০ শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ

প্রসঙ্গত, গত বছরের ২৭ নভেম্বর বিরল প্রজাতির ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) টেক্সটাইল মেশিনারি ডিজাইন ও মেইনটেন্যান্স (টিএমডিএম) বিভাগের ৪৩তম ব্যাচের ছাত্র সজীবুর রহমান সাগর। ফুটবল প্রেমী সাগরের স্মৃতিকে ধরে রাখতে বুটেক্স স্পোর্টস ক্লাব আয়োজিত এবারের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের নামকরণ করা হয়। গত ৪ ডিসেম্বর এর উদ্বোধন করা হয়। এবারের আয়োজনে বুটেক্সের বিভিন্ন বর্ষের বিভিন্ন বিভাগের মোট ৪০টি দল অংশগ্রহণ করে।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড