• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাবি অধ্যাপকের বিরুদ্ধে ১০ শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ 

  রাবি প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৭
রাবি
অভিযুক্ত অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরী (ছবি : সংগৃহীত)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলা ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরীর বিরুদ্ধে নিপীড়ন অভিযোগ দিয়েছেন বিভাগের ১০ শিক্ষার্থী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন নিরোধ সেলে ভুক্তভোগীরা পৃথক পৃথকভাবে লিখিত অভিযোগ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সেলের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, ‘১০জন শিক্ষার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করে দেখব।’

অভিযোগ পত্রে ভুক্তভোগীরা উল্লেখ করেন, ‘বিভাগের শিক্ষক অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরী দ্বারা বিভিন্নভাবে হয়রানি ও মানুষিকভাবে উত্ত্যক্তের শিকার হই। তিনি কারণে অকারণে আমাদেরকে বিভিন্ন কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেন। অফিসে ডেকে বসিয়ে রাখেন। ফ্রি মাইন্ডের কথা বলে নানা রকম ইঙ্গিতপূর্ণ ও অশালীন কথাবার্তা বলেন। যার কারণে আমরা মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়েছি। পড়াশুনা এবং অন্য কোনো কাজেই মনোযোগ দিতে পারছি না।’

তবে অভিযোগের বিষয়ে জানতে চারুকলা অনুষদে গিয়ে অভিযুক্ত শিক্ষককে পাওয়া যায়নি। পরে তার মোবাইল ফোনে অসংখ্যবার ফোন করলে তিনি রিসিভ করেননি। তার আরেকটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক এস এম জাহিদ হোসেন বলেন, ‘আমি আজকে শুনলাম শিক্ষার্থীরা নিপীড়ন নিরোধ সেলে অভিযোগ দিয়েছে। কিন্তু কোনো শিক্ষার্থী এ পর্যন্ত আমার কাছে লিখিত বা মৌখিক অভিযোগ দেয়নি।’

ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, ‘অভিযোগটি আমরা তদন্ত করব। এছাড়া বিষয়টি উপাচার্যকে জানাব।’

আরও পড়ুন : প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়ে উচ্ছ্বসিত বুটেক্সের ৪ শিক্ষার্থী

তবে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান রাজশাহীর বাইরে থাকায় তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি বলেও জানান তিনি।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড