• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাককানইবিতে তুলনামূলক ফোকলোর বিষয়ক সিম্পোজিয়াম

  জাককানইবি প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫০
জাককানইবি
ফোকলোর বিষয়ক সিম্পোজিয়াম অংশগ্রহণকারী শিক্ষার্থীরা (ছবি : সংগৃহীত)

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) তুলনামূলক ফোকলোর বিষয়ে দিনব্যাপী সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ফোকলোর বিভাগের শ্রেণিকক্ষে সকাল ১০টা থেকে দিনব্যাপী সিম্পোজিয়ামের আয়োজন করা হয়।

বিভাগের মাস্টার্স (এমএসএস) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এর আয়োজন করে। তুলনামূলক ফোকলোর শীর্ষক ৫০৪ সংখ্যক কোর্সের অংশ হিসেবে এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।

কোর্স শিক্ষক ও বিভাগের সভাপতি সাকার মুস্তাফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের উপপরিচালক কবি, অনুবাদক অনন্ত উজ্জ্বল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। তুলনামূলক ফোকলোরের বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা তাদের নিবন্ধ উপস্থাপন করেন।

আরও পড়ুন : ইবিতে ১১মার্চ বঙ্গবন্ধু পরিষদের নির্বাচন

সিম্পোজিয়ামের প্রধান আলোচক অনন্ত উজ্জ্বল পরিভ্রমণ তত্ত্বের আলোকে বৈশ্বিক পর্যায়ে লোকগল্পের সাদৃশ্য এবং রূপান্তর নিয়ে আলোচনা করেন। কোর্স শিক্ষক ও ফোকলোর বিভাগের সভাপতি সাকার মুস্তাফা এ ধরনের সিম্পোজিয়াম নিয়মিত আয়োজনের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধির প্রত্যাশা করেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড