• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

চিয়াংশি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীর মাস্ক বিতরণ

  চীন প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪১
মাস্ক বিতরণ
বিদেশি শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল মাস্ক বিতরণ (ছবি : দৈনিক অধিকার)

চীনের চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনোমিকস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সেফটি মাস্ক সরবরাহ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনোমিকস বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডরমিটরির লবিতে বিভিন্ন দেশ থেকে আগত অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়।

করোনা ভাইরাস প্রাক্কালে বিতরণকৃত সার্জিক্যাল মাস্কগুলো নিজ অর্থায়নে বাংলাদেশ থেকে বিশ্ববিদ্যালয়কে ডোনেট করে সহায়তার হাতে বাড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ মাহমুদুল হাছান আনিক। তিনি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকনোমিকস বিভাগের ৩য় বর্ষের চায়নিজ মিডিয়ামে পড়ছেন।

মোহাম্মদ মাহমুদুল হাছান আনিক বলেন, ‘করোনা ভাইরাস মহামারি আকার ধারণের কারণে চীনে সার্জিক্যাল মাস্ক ব্যবহার অত্যাবশ্যক হয়ে দাঁড়ালে আমার চীনা বন্ধুরা আমাকে চীনের পরিস্থিতি জানাল তখন খুবই খারাপ লাগছিল। তখন আমাদের বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার-সহ বিভিন্ন দাতব্য সংস্থায় ১১ হাজার মাস্ক ডোনেশন করি। এর ফলে চীনের বিশ্ববিদ্যালয় ও অন্যান্য দেশের ছাত্রদের বাংলাদেশের সুনাম করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। আমাকে সহযোগিতার জন্য যডি, তরুণ, ছাইয়েদুল ভাইকেও ধন্যবাদ জানাই।’

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থী কেট বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথী অনিকের আন্তরিকতা ও সমর্থনের প্রশংসা করছি। তিনি পুরো স্কুলকে দেখান যে, তিনি চীন না থাকলেও এখনো আমাদের সাথে আছেন এবং আমাদের ভালবাসেন। আপনাকে সমাদৃত করা হলো। ধন্যবাদ ভাই এবং বাংলাদেশকেও ধন্যবাদ। একসঙ্গে আমরা এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি।’

আরও পড়ুন : কানাডায় বহুজাতিক মাতৃভাষা উৎসব অনুষ্ঠিত

ঘানা থেকে আগত প্রথম বর্ষের মাস্টার্সের ছাত্র ইবরে আলী ইসসাহ কুলো বলেন, ‘প্রথমত আমি এখানে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীদের নিউজ কভারেজের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। স্কুল এবং সকল শিক্ষার্থীর অসাধারণ সহায়তার জন্য আনিক এবং বাংলাদেশের সকল মানুষকেও ধন্যবাদ জানাব।’

এছাড়াও বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় খাবার সরবরাহ, নিয়মিত তাপমাত্রা মাপা, ডরমিটরিতে স্প্রে করাসহ নিয়মিত খোঁজখবর রাখছে ইন্টারন্যাশনাল স্কুল।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড