• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট

দাবি আদায়ে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি

  এমপিআই প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৩
মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট
মানববন্ধনে শিক্ষার্থীরা, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর (ছবি : দৈনিক অধিকার)

মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে (এমপিআই) শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে পলিটেকনিকের প্রথম ও দ্বিতীয় শিফটের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের কাছে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন।

এ দিকে গত রবিবার সকালে ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করে। শিক্ষার্থীরা জানান, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ থাকবে। পরের দিন সোমবারও তারা কলেজে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে।

সেই সঙ্গে প্রথম শিফটের শিক্ষার্থীরা জানান, যেহেতু আমাদের সহপাঠীদের (দ্বিতীয় শিফটে) ক্লাস হচ্ছে না, তাই আমরা প্রথম শিফটের শিক্ষার্থীরাও ক্লাস করব না। পরে আন্দোলন শেষ করে ক্যাম্পাসের প্রধান ফটকে জড়ো হয়ে তারা তিন দিনের আলটিমেটাম ঘোষণা করে। তিন দিনের মধ্যে দাবি না মানলে আমরণ অনশনের হুশিয়ারিও দেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থী জসিম উদ্দিন জানান, জেলা প্রশাসকের কাছে আমরা আমাদের দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছি। জেলা প্রশাসক খুব শিগগিরই সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন : জাককানইবিতে ইএসই বিভাগের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

আরেক শিক্ষার্থী কামরান আহমেদ বলেন, ‘আমরা জেলা প্রশাসকের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত রেখেছি। আমাদের এই দাবিগুলো আগামী দুই দিনের মধ্যে না মানলে আমরণ অনশনে যাব।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড