• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাঙলা বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  জিবিসি প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৫
সরকারি বাঙলা কলেজ
সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

বাঙলা বিশ্ববিদ্যালয়ের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি বাঙলা কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সরকারি বাঙলা কলেজের প্রধান ফটক থেকে ক্যাম্পাসের সামনের রাস্তায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড, ও স্লোগানের মাধ্যমে এই কর্মসূচি পালন করেন।

এ সময় শিক্ষার্থীরা, ‘মুজিববর্ষে বাঙলা বিশ্ববিদ্যালয় চাই, আমাদের দাবি একটাই বাঙলা বিশ্ববিদ্যালয় চাই, ভাষা সৈনিকের স্বপ্নের বাঙলা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন চাই, ৪০ হাজার শিক্ষার্থীর প্রাণের দাবি বাঙলা বিশ্ববিদ্যালয় চাই’, ইত্যাদি স্লোগান দিতে থাকে।

বাঙলা বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে শাণজিদা আক্তার নীল দৈনিক অধিকারকে বলেন, ‘আমাদের পুরো বাংলাদেশে উল্লেখযোগ্য ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, আরবি বিশ্ববিদ্যালয় আছে, ইংরেজি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু বাঙলা বিশ্ববিদ্যালয় কেন নেই? প্রত্যেক বিভাগে বিভাগীয় বিশ্ববিদ্যালয় রয়েছে তাই আমরা বাংলাদেশে বাঙলা বিশ্ববিদ্যালয় চাই।’

তিনি আরও বলেন, ‘আমাদের মাতৃভাষা বাংলা চর্চার জন্য অন্তত বাঙলা বিশ্ববিদ্যালয় দরকার।’ সেই সঙ্গে বাঙলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রীর নিকট দাবি জানান।

শরিফুল ইসলাম সাগর বলেন, ‘মুজিববর্ষে আমার একটাই দাবি বাঙলা বিশ্ববিদ্যালয় চাই। যতদিন না বাঙলা বিশ্ববিদ্যালয় বাস্তবায়িত না হবে ততদিন আমরা আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন চালিয়ে যাব।’

সাভার ছাত্রকল্যাণের সেক্রেটারি আরিয়ান রিদয় বলেন, ‘আমাদের বাঙালি জাতির জন্য একটা বাঙলা বিশ্ববিদ্যালয় খুব দরকার। ভাষা সৈনিকের স্বপ্নের বাঙলা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন চাই।’

আরও পড়ুন : নোবিপ্রবিতে এগ্রি ক্লাবের কমিটি গঠিত

শিক্ষার্থী সাহিদুল ইসলাম মুন বলেন, ‘যে বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির কথা চিন্তা করে বাংলাদেশ স্বাধীন করেছেন সে বঙ্গবন্ধু বেঁচে থাকলে হয়তো আরও অনেক আগেই আমরা বাঙলা বিশ্ববিদ্যালয় পেতাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা খুব কম সময় তাকে পেয়েছি।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড