• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

৫২-এর শহীদদের স্মরণে গবিতে ‘হৃদয়ে বায়ান্ন’ অনুষ্ঠান

  গবি প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৭
হৃদয়ে বায়ান্ন
গবিতে হৃদয়ে বায়ান্ন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী (ছবি : দৈনিক অধিকার)

১৯৫২ সালের ভাষা আন্দোলনে যারা মাতৃভাষা বাংলার জন্য শহীদ হয়েছিলেন তাদের স্মরণে ‘হৃদয়ে বায়ান্ন’ শীর্ষক আলোচনা সভা, সাহিত্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে গণ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সংগঠন অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট ইয়ার্ডে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে শাবনাজ শিকদার ও প্রদীপ কুমার সূত্রধরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- গণ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, দেশের অন্যতম অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আনু মুহাম্মদ আনিসুর রহমান (আনু মুহাম্মদ), বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডা. মো. দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মনসুর মুসা, অগ্নিসেতুর উপদেষ্টা সমাজ বিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের শিক্ষক শহীদ মল্লিক এবং গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মো. জুয়েল রানা।

গণ স্বাস্থ্যকেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজকে আমাদের স্বাধীনতা অর্জন হলো কিন্তু একটা কল্যাণকর রাষ্ট্র তৈরি হলো না। ভাষার মাস আসলে আমরা দুই একটা রায় বাংলায় দেখি, বাকিগুলো ইংরেজিতে করা, তাও আবার ভুল ইংরেজি। জনগণের ভাষায় না হওয়ায় তারা অধিকার থেকে বঞ্চিত হয়। সেই কারণে সর্বস্তরে বাংলার ব্যবহার দরকার। সেই সঙ্গে আজকের পৃথিবী বৈশ্বিক হয়ে যাওয়ায় আরও দুই একটা ভাষার ব্যবহার জানতে হবে।’

তিনি বলেন, ‘সীমান্তে ভারতীয়রা প্রতিনিয়ত মানুষ হত্যা করছে। ভারত সাম্প্রদায়িক দেশ হয়ে গিয়েছে। আজকে আমাদের কি দুর্ভাগ্য, সেই ভারতকে আমরা মুজিব শতবার্ষিকীতে আমন্ত্রণ করছি। আমি নিশ্চিত এই ঘটনা দেখে শেখ মুজিব কবরে বসে কাঁদবেন।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘এই ফেব্রুয়ারি আসলে একটা আক্ষেপের সঙ্গে বাক্য মনে পড়ে, এ মাস একটা প্রতারণা ও প্রহসনের মাস। বাংলাদেশের ৫০ বছর হতে চললো কিন্তু বাংলা এখনো রাষ্ট্র ভাষা হতে পারে নাই। বাংলা এখনো দ্বিতীয় ভাষা। যারা বাংলা ভাষাকে সবক্ষেত্রে গ্রহণ করতে পারে না তারাই আবার উৎসব পালন করে। একদিকে আবেগ উচ্ছ্বাসের কমতি নাই আবার লাঠি মেরে ফেলে দিতেও দ্বিধাবোধ নাই।’

আরও পড়ুন : শীতের শেষ মুহূর্তে ইবির লেকে অতিথি পাখির আগমন

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মো. জুয়েল রানা বলেন, ‘ভাষা নিয়ে পৃথিবীর একমাত্র ইতিহাস আমাদের। আমার যে ইতিহাস নিয়ে আমরা গর্ব করব, সেখানে আমরা নিজেরাই ইতিহাস ধ্বংস করছি। কয়েকদিন আগে আমরা ভাষা আন্দোলনের সম্মান জানাতে গিয়ে সাতজন বীর শ্রেষ্ঠের ছবি ব্যবহার করেছি, আমরা কতটা অজ্ঞ। তরুণ প্রজন্মের প্রতি আমার অনুরোধ আমাদের এই ইতিহাস যেন হারিয়ে না যায়।’

অনুষ্ঠানের সভাপতি পবিত্র কুমার শীলের সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনা পর্ব শেষ হলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড