• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বর্ণিল আয়োজনে বাঙলা কলেজে বন্ধুমহলের র‍্যাগ ডে

  জিবিসি প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৮
মিরপুর বাঙলা কলেজ
বন্ধুমহলের র‍্যাগ ডে উদযাপন (ছবি : সংগৃহীত)

বর্ণিল আয়োজনে সরকারি বাঙলা কলেজে অনার্স ২০১৪-১৫ সেশন বন্ধুমহলের র‍্যাগ ডে উদযাপিত হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) শিক্ষাজীবনের মধুময় স্মৃতির দিনগুলো আরও বর্ণিল ও স্মরণীয় করে রাখতে দুপুর ২টায় ক্যাম্পাস মাঠে আনন্দ উচ্ছ্বাসে স্লোগানে মাতে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ড. ফেরদৌসী খান পপি।

শিক্ষার্থীরা পরস্পরকে রং দিয়ে রাঙিয়ে দেয়, টিশার্টে লিখে দেয় নানা স্মৃতিকথা। প্রিয় শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে সেলফি তুলে স্মার্টফোনে স্মৃতি ধারণ করে রাখে। এরপর সন্ধ্যায় নাটক মঞ্চায়িত হওয়ার পরপরই শিল্পী পথিক নবী মন মাতানো গানের মধ্য দিয়ে মঞ্চ মাতিয়ে তোলেন।

বন্ধুমহলের আল-আমিন বলেন, ‘আজকের এই আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য যারা সহযোগিতা করেছে তাদের ধন্যবাদ জানাই।’ সেই সঙ্গে তিনি শিক্ষাজীবনের নানা স্মৃতি তুলে ধরেন এবং সকলের নিকট দোয়া কামনা করেন।

ছাত্রনেতা তোফাজ্জল হোসেন পলাশ বন্ধুমহলের আজকের আয়োজনের প্রশংসা করেন এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আরও পড়ুন : প্রতিষ্ঠার ২০ বছর পর ডাস্টবিন!

এরপর রাতে আতশবাজি উৎসবের মধ্য দিয়ে সারাদিনের র‌্যাগ ডে আয়োজন শেষ হয়। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের অনেককেই আবেগঘন হয়ে পরস্পরকে জড়িয়ে ধরতে দেখা যায়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড