• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রতিষ্ঠার ২০ বছর পর ডাস্টবিন!

  মাভাবিপ্রবি প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫০
মাভাবিপ্রবি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

১৯৯৯ সালে কিংবদন্তি রাজনীতিবিদ মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নামানুসারে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠার ২০ বছর পার হয়ে গেলেও নির্মাণ হয়নি ময়লা রাখার কোনো ডাস্টবিন। অবশেষে বিশ্ববিদ্যালয় জুড়ে কয়েকটি ডাস্টবিন তৈরির পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, ক্যাম্পাসে ডাস্টবিন না থাকায় ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলে রাখা হয়। তার ফলে ভোগান্তিতে পড়েন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাসহ অনেকেই। পরিচ্ছন্নতার কথা বিবেচনা করে অবশেষে প্রশাসন ১০টির বেশি ডাস্টবিন বসানোর পরিকল্পনা নিয়েছে। প্রতিটি ডাস্টবিনের মধ্যে ৩ রকমের ৩টি ভিন্ন ভিন্ন রঙের ড্রাম থাকবে। যেগুলো পরবর্তীকালে প্রক্রিয়াকরণের ব্যবস্থা করা হতে পারে। ইতোমধ্যেই কিছু কিছু জায়গা নির্ধারিত হয়েছে।

আরও পড়ুন : কুবির পাঁচ অনুষদের দায়িত্বে নতুন ডিন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী মো. আবু তালেব জানান, বিশ্ববিদ্যালকে পরিচ্ছন্ন রাখার জন্য কিছু ডাস্টবিন বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ডাস্টবিনগুলো নিয়মিত পরিষ্কার রাখার ব্যবস্থা করা হবে। ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হতে হবে এবং ময়লা আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড