• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আন্তর্জাতিক প্রতিযোগিতার ২য় স্থানে জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ

  জিইউবি প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৭
জার্মান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
সম্মাননা স্মারক ও সার্টিফিকেট গ্রহণ (ছবি : সংগৃহীত)

থার্ড ইন্টারন্যাশনাল সাইন্টিফিক কনফারেন্স ফর ফুড সেফটি অ্যান্ড হেলথের ওরাল প্রেজেন্টেশনে ২য় স্থান অধিকার করেছে জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের (জিইউবি) ফুড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।

গত শনিবার (২২ ফেব্রুয়ারি) বিএআরসি অডিটোরিয়ামে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্ভাবনী ও গবেষণা কাজের ওপর ওরাল প্রেজেন্টেশন প্রতিযোগিতা হয়। এ প্রতিযোগিতায় হেলথ, ডায়েট অ্যান্ড নিউট্রিশন ক্যাটাগরিতে ইভালুয়েশন অব নিউট্রিশনাল অ্যান্ড সেন্সরি কোয়ালিটিস অব নিউলি ডেভেলপড কেক উইথ অ্যাডিশন অব মরিনগা অ্যান্ড ব্যানানা ফ্লাওয়ারস বিষয়ে ২য় স্থান অধিকার করে জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ।

ইউনিভার্সিটি ফুড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. আবদুল ওয়াজেদের তত্ত্বাবধানে রবিউল আলম রনি ও মাহমুদুল হাসান এ গবেষণা সম্পন্ন করেন।

আরও পড়ুন : প্রথম বর্ষে ইবিতে ১৩ বিদেশি শিক্ষার্থী

আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তি নিয়ে মো. আবদুল ওয়াজেদ বলেন, ‘আমরা অত্যন্ত খুশি। এ প্রাপ্তির মাধ্যমে ইউনিভার্সিটি শিক্ষা ও গবেষণা কার্যক্রমের মান বহুগুণ বাড়িয়ে দিল। ভবিষ্যতে এ ধরনের গবেষণা কার্যক্রম কীভাবে কমার্শিয়াল করা যায় এটা নিয়ে কাজ করব।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড