• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্লাস-পরীক্ষা ও আন্দোলনে প্রাণবন্ত বশেমুরবিপ্রবি

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪০
বশেমুরবিপ্রবি
ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল (ছবি : দৈনিক অধিকার)

বিভাগ অনুমোদনের দাবিতে টানা ১৮তম দিনের মতো অবস্থান কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে শতাধিক শিক্ষার্থীকে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে বিভাগের অনুমোদনের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।

এ দিকে দীর্ঘ ১৭ দিন পর ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা। সকাল ৯টা থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা সচল হওয়ায় শিক্ষার্থীদের মাঝে প্রাণোচ্ছলতা দেখা যায়।

আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, ‘আন্দোলনে গুণগত পরিবর্তন আনার জন্য ইতিহাস বিভাগকে ধন্যবাদ জানাই। আমরা সাধারণ শিক্ষার্থীরা ইতিহাস বিভাগের পাশে আছি।’

প্রসঙ্গত, বশেমুরবিপ্রবির সাবেক উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন ইউজিসির অনুমোদন ছাড়াই ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ইতিহাস বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু করেন। প্রায় তিন বছর পর গত ৬ ফেব্রুয়ারি বিভাগটিতে নতুন কোনো শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ দেয় ইউজিসি।

আরও পড়ুন : রানার মামলা নেয়নি পুলিশ

ইউজিসির এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ৬ ফেব্রুয়ারি রাত থেকেই প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা এবং ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সব গুরুত্বপূর্ণ ভবনে তালা ঝুলিয়ে দেন। পরে গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড