• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সান্ধ্য কোর্স বন্ধ না হলে ডাকসুর কঠোর আন্দোলন

  ঢাবি প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৬
ঢাবির সান্ধ্য কোর্স
ডাকসু ভবন (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগে চলমান সান্ধ্য কোর্স বন্ধ না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এ ব্যাপারে একমত পোষণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বন্ধের সুপারিশপত্র অ্যাকাডেমিক কাউন্সিলে পাঠানো হয়। তবে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সান্ধ্য কোর্স সংশ্লিষ্ট শিক্ষকরা কোর্স বন্ধ হলে কঠিন অবস্থা হওয়ার হুমকি দিয়েছিলেন।

অ্যাকাডেমিক কমিটি সান্ধ্য কোর্স বন্ধের সিদ্ধান্ত নিলে শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের কোনো প্রার্থীকে ভোট না দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

তবে শিক্ষকদের এসব কথায় কান দিচ্ছেন না ডাকসু নেতারা। তারা সম্মিলিতভাবে বাণিজ্যিক সান্ধ্য কোর্সের বিরুদ্ধে আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, ‘শিক্ষকরা তাদের বাণিজ্যিক কারণে সান্ধ্য কোর্স বন্ধের বিরোধিতা করছেন। সান্ধ্য কোর্স যদি বিশ্ববিদ্যালয়ের জন্য উপযোগী হতো তাহলে ইউজিসি সান্ধ্য কোর্স বন্ধের নির্দেশনা দিত না।’

তিনি বলেন, ‘আমরা ডাকসুর পক্ষ থেকে উপাচার্যের কাছে বাণিজ্যিক সান্ধ্য কোর্স বন্ধের দাবি জানিয়েছি। তিনি আমাদেরকে বাণিজ্যিক সান্ধ্য কোর্স বন্ধের আশ্বাস দিয়েছেন। তদন্ত কমিটির প্রতিবেদন অ্যাকাডেমিক কাউন্সিলে জমা দেওয়া হয়েছে। এখন অ্যাকাডেমিক সভায় যদি বাণিজ্যিক সান্ধ্য কোর্স বন্ধের ঘোষণা না দেওয়া হয় তাহলে আমরা ডাকসুর পক্ষ থেকে আন্দোলনে যাব।’

আরও পড়ুন : উৎসব আমেজে কুবিসাসের নির্বাচন চলছে

এ ব্যাপারে একই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী। তিনি বলেন, ‘ডাকসু সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে। সান্ধ্য কোর্সের জন্য যদি নিয়মিত শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তা মেনে নেবে না। আশা করি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামান্য রাষ্ট্রপতির কথা যথাযথভাবে পালন করবে। আর তা না হলে আমরা ডাকসুর পক্ষ থেকে সম্মিলিত আন্দোলনে যাব।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড