• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

র‍্যাগিংয়ের অভিযোগে বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ স্থগিত

  জাককানইবি প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৩
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস (ছবি : সংগৃহীত)

র‍্যাগিংয়ের অভিযোগে বহিষ্কৃত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) পাঁচ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ স্থগিত করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর।

তিনি জানান, ‘বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ৬৮তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, ‘এই সভায় সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে আরও উচ্চতর তদন্তের স্বার্থে কমিটিতে সিন্ডিকেট সদস্য ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুব্রত কুমারকে সভাপতি, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধানকে সদস্য সচিব এবং কলা অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. একে এম জাকির হোসেনকে সদস্য করে নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

জানা যায়, ৬৭তম সিন্ডিকেট সভায় র‍্যাগিংয়ের অভিযোগে বিভিন্ন মেয়াদে বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের বহিষ্কার আদেশ স্থগিত করা হয় এবং আগামী দুই মাসের মধ্যে পুনরায় তদন্তের লক্ষ্যে উচ্চতর ক্ষমতাসম্পন্ন ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন : শাবিপ্রবি শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন

উল্লেখ্য, রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রশাসনিক ভবনে র‍্যাগিংয়ের অভিযোগে বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড