• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব স্কাউটস দিবস পালিত

  ইবি প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৭
ইসলামী বিশ্ববিদ্যালয়
বিশ্ব স্কাউটস দিবস উপলক্ষে র‍্যালি (ছবি : দৈনিক অধিকার)

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউটস দিবস পালিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ইবি রোভার স্কাউটের সদস্যরা তাদের ডেন হতে র‍্যালি বের করে। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্কাউট ডেনে এসে শেষ হয়।

পরে দুপুর ১২টায় স্কাউট ডেনে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউটস দিবস উপলক্ষে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার সঞ্চালনা করেন রোভার স্কাউটস গ্রুপের ইউনিট কাউন্সিলের সভাপতি মো. আখতার হোসেন আজাদ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইবি রোভার স্কাউটের সম্পাদক অধ্যাপক ড. রহুল কে এম আবু সালেহ, রোভার স্কাউট লিডার অধ্যাপক ড. মো. কামরুল হাসান, অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম সহ অর্ধশত রোভার স্কাউট সদস্যবৃন্দ।

আলোচনা সভা শেষে কেক কেটে রোভার স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৩ম জন্মবার্ষিকী পালন করা হয়।

আরও পড়ুন : ঢাবিতে ২৭ ফেব্রুয়ারি থেকে বিজ্ঞান অলিম্পিয়াড

উল্লেখ্য, বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। ১৮৫৭ সালের এই দিনে স্কাউটিং আন্দোলনের প্রবক্তা লর্ড ব্যাডেন পাওয়েল জন্মগ্রহণ করেন। তারই হাত ধরে ১৯০৭ সালে স্কাউটিং আন্দোলনের সূত্রপাত ঘটে। এ জন্যই ২২ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী স্কাউট দিবস হিসেবে পালিত হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড