• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাদ্দাম হলে আকস্মিক পরিদর্শনে ইবি উপাচার্য

  ইবি প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৯
ইবি
শিক্ষার্থীদের সঙ্গে ইবি উপাচার্যের আলোচনা (ছবি : দৈনিক অধিকার)

আকস্মিকভাবে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল পরিদর্শন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে হঠাৎ হল পরিদর্শন করতে যান উপাচার্য।

এ সময় উপাচার্যের সঙ্গে ছিলেন- প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল, সহকারী প্রক্টর হাফিজুর রহমান, সহকারী প্রক্টর শহিদুল ইসলাম ও হলের আবাসিক শিক্ষক আমজাদ হোসেনসহ প্রমুখ।

এ সময় আবাসিক শিক্ষার্থীরা হলের বিভিন্ন সমস্যার কথা উপাচার্যের কাছে তুলে ধরেন। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘ দিন ধরে হলের ডাইনিংয়ের খাবারের নিম্নমান, রিডিং রুম, টয়লেট, ওয়াশ রুমগুলোতে অপরিচ্ছন্নতার বিষয়ে হল কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সমস্যার সমাধান হয়নি।

শিক্ষার্থীরা আরও বলেন, বিদ্যুৎ ও পানির সমস্যা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

এরপর উপাচার্য সরেজমিন হলের রুম, ডাইনিং, রিডিং রুম, টয়লেট, ওয়াশ রুম, ফুলের বাগান, পানির ট্যাংক পরিদর্শন করেন। তিনি শিক্ষার্থীদের দেওয়া অভিযোগগুলো আমলে নিয়ে হল কর্তৃপক্ষ এবং প্রকৌশল অফিসকে খুবই দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ দেন।

আরও পড়ুন : পবিপ্রবিতে বায়োস্কোপের নতুন কমিটি

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. রাশীদ আসকারী বলেন, ‘আমার কাছে এ পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। কেউ কোনো সময় অভিযোগও করেনি। বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে এটি সবচেয়ে পুরাতন হল। আমি খুব দ্রুত প্রাধ্যক্ষের সঙ্গে বসে অল্প সময়ের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করব।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড