• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

তিতুমীর কলেজে অমর একুশে পালিত

  জিটিসি প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৪
সরকারি তিতুমীর কলেজ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা (ছবি : দৈনিক অধিকার)

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় রাজধানীর সরকারি তিতুমীর কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহর থেকেই কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

সকাল থেকেই কলেজের শহীদ বেদীতে বিভাগীয় প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থী, কলেজস্থ সকল সংগঠনের সদস্যরা এবং সাধারণ শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। এরপর কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে অডিটোরিয়ামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন : বিজিসিটিইউবির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মোসাম্মাৎ আবেদা সুলতানাসহ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মালেকা আক্তার বানু। আলোচনা সভার সভাপতিত্ব করেন শহীদ দিবস ও মাতৃভাষা দিবসের আহ্বায়ক অধ্যাপক কামরুন নাহার।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড