• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  ডিসি প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৪
ঢাকা কলেজ
শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি (ছবি : দৈনিক অধিকার)

মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সহ যথাযোগ্য মর্যাদায় রাজধানীর ঢাকা কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম কর্মসূচি হিসেবে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে ঢাকা কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজ প্রশাসন।

দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকেই শহীদ মিনার চত্বরে নির্মিত অস্থায়ী মঞ্চে ঢাকা কলেজ মিউজিক স্কুলের শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করতে থাকেন।

পরবর্তীকালে রাত ১২টা ১ মিনিটে মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কলেজ প্রশাসনের পক্ষ থেকে কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ, উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কলেজ প্রশাসনের পর একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন- ঢাকা কলেজ ছাত্রলীগ, ঢাকা কলেজের বিভিন্ন ছাত্রাবাস, সাংবাদিক সমিতি, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ঢাকা কলেজ প্লাটুন, যুব রেড ক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

আরও পড়ুন : কলা গাছের শহীদ মিনারে অমর একুশ

ভোরে সূর্যোদয়ের পর প্রশাসনিক ভবনের সামনের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে দেখা যায় মানুষের ভিড়। পরবর্তীকালে টিচার্স লাউঞ্জে শহীদ দিবসের আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘মায়ের ভাষাকে রক্ষা করতে যে জাতির সন্তানেরা নিজের জীবন বিলিয়ে দিতে পারে নিঃসন্দেহে সেই জাতি হিসেবে আমাদের গর্ববোধ করা উচিৎ।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড