• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভাষা শহীদদের বন্ধুমঞ্চ ঢাকা কলেজ শাখার শ্রদ্ধাঞ্জলি 

  ডিসি প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২০
ডিসি
শ্রদ্ধাঞ্জলি (ছবি : দৈনিক অধিকার)

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে বন্ধুমঞ্চ ঢাকা কলেজ শাখা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে তাদেরকে স্মরণ করে বন্ধুমঞ্চ ঢাকা কলেজ নেতৃবৃন্দ।

এ সময় বন্ধুমঞ্চ ঢাকা কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান তামিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ৬৮তম বছরে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির সূর্য সন্তানদের। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মায়ের ভাষায় কথা বলতে পারি। সেদিন তারা এই অন্যায়ের প্রতিবাদ না করলে আমরা মাতৃভাষায় কথা বলতে পারতাম না।’

সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান তামিম বলেন, ‘আমাদের পূর্বপুরুষরা অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছেন। নিজেদের জীবন অকাতরে বিলিয়ে দেওয়ার মাধ্যমে কিভাবে সত্যকে প্রতিষ্ঠা করতে হয়, সে পথ দেখিয়েছেন। আমরা একটি উজ্জ্বল সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি।’

আরও পড়ুন : ভাষা শহীদদের বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি

উল্লেখ্য, ভাষার মাস ফেব্রুয়ারি উৎযাপন করতে মাসব্যাপী কর্মসূচী পালন করছে বন্ধুমঞ্চ ঢাকা কলেজ শাখা। ভাষার মাস ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রাখতে এরই মধ্যে ‘শুদ্ধ ভাষা চর্চা অনুষ্ঠান’, ‘পথ শিশুদের মাঝে খাবার বিতরণ’, ‘ভাষার মাসের মহত্ত্ব’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড