• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শহীদ স্মৃতিতে জবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি

  জবি প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫৩
জবিসাস
জবিসাসের শ্রদ্ধাঞ্জলি (ছবি : দৈনিক অধিকার)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস)।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে জবিসাসের সভাপতি হুমায়ুন কবির হুমু ও যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাঈল হোসাইনের নেতৃত্বে সমিতির সদস্যরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জবি সাংবাদিক সমিতির দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান জোবায়ের, কার্যনির্বাহী সদস্য হারুনুর রশিদ, সদস্য সোহাগ রাসিফ, সাঈদ মাহাদি সেকেন্দার, আশিকুজ্জামান আশিক, সাগর হোসেন, জয়নুল হক, মিনার আল হাসান, রায়হান আহমেদ, রকি আহমেদ, আশিকুল ইসলাম, শাহিনুল ইসলাম সাগর, আব্দুল্লাহ আলম নুর, ফারদিন নিরব প্রমুখ।

এ দিকে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপাচার্যের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে শিক্ষকরা শ্রদ্ধা জানান।

পরে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, শাখা ছাত্রলীগ, শাখা ছাত্র ইউনিয়ন, শাখা ছাত্র অধিকার পরিষদ, বিভিন্ন বিভাগ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

আরও পড়ুন : ভাষা শহীদদের প্রতি কনকসাসের শ্রদ্ধাঞ্জলি

দিবসটি উপলক্ষে সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড