• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাবিপ্রবিতে নারী শিক্ষককে কটূক্তিকারীর কুশপুত্তলিকা দাহ

  হাবিপ্রবি প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৭
কুশপুত্তলিকা দাহ
হাবিপ্রবি শিক্ষককে গালিগালাজের ঘটনায় অভিযুক্তের কুশপুত্তলিকা দাহ (ছবি : দৈনিক অধিকার)

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রিজেন্ট বোর্ডের নারী সদস্য ও পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন ড. ফাহিমা খানমকে গালিগালাজের ঘটনায় অভিযুক্তের কুশপুত্তলিকা দাহ করেছে সচেতন প্রতিবাদী নারীকণ্ঠ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন শেষে অভিযুক্তের কুশপুত্তলিকা দাহ করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযুক্ত গাড়ি চালক জাহাঙ্গীর আলমের শাস্তির দাবিতে শ্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, যে দেশের প্রধানমন্ত্রী, স্পিকার নারী ওই দেশে বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত সিনিয়র শিক্ষককে একজন গাড়ি চালক কীভাবে গালিগালাজ করার সাহস পায়?

তারা বলেন, ঐ কর্মচারী শুধু একজন শিক্ষককেই অপমান করেনি, পুরো নারী সমাজকে অপমান করেছেন। যেখানে বর্তমান সরকার কর্মক্ষেত্রে নারীদের সর্বোচ্চ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দিয়ে যাচ্ছেন, সেখানে বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় একজন সিনিয়র নারী শিক্ষককে এভাবে লাঞ্ছিত হতে হবে আমরা তা কোনোভাবেই মেনে নিতে পারি না।

আরও পড়ুন : এবার বেতন বাড়ছে প্রাথমিকের প্রধান শিক্ষকদের

মানববন্ধনে অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক রোজিনা ইয়াসমিন লাকী, সহকারী অধ্যাপক ড. মোছা সোগরা বানু জুলি, প্রভাষক মাহফুজা আক্তার পাপড়ী, নিশাত, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সুরাইয়া জেবিন সেজুতি, শামীমা প্রমুখ বক্তব্য রাখেন।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড