• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গবি ফার্মেসি ক্লাবের ১৮ সদস্যের পদত্যাগ 

  গবি প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৫
গবি
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন শর্মীলা ইসলাম এবং অন্য সদস্যরা (ছবি : দৈনিক অধিকার)

গঠনতন্ত্র মেনে কমিটি গঠন না করার অভিযোগে পদত্যাগ করেছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) ফার্মেসি ক্লাবের নবগঠিত কমিটির ১৮ জন সদস্য।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ২১১ নাম্বার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পদত্যাগের ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য গঠিত গবি ফার্মেসি ক্লাবের সেমিনার সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের বিভাগীয় প্রতিনিধি শর্মীলা ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি জানান, ‘আমরা উপস্থিত সকলে সুস্থ মস্তিষ্কে এবং সজ্ঞানে এই কমিটি থেকে পদত্যাগ করছি এবং অনতিবিলম্বে এই কমিটি বিলুপ্তির পাশাপাশি নতুন কমিটি গঠনের আহ্বান জানাচ্ছি। গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) যে কমিটি গঠন করা হয়, তা সর্বসম্মতিক্রমে গৃহীত নয়। কমিটি করার সময় আমাদের সাধারণ শিক্ষার্থীদের মতামতকে উপেক্ষা করা হয়েছে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়নি।’

তিনি আরও জানান, ‘এমনকি আমরা যারা কমিটিতে ছিলাম, আমাদের কোন পদ দেওয়া হচ্ছে, আমাদের যে কমিটিতে রাখা হয়েছে এই বিষয়ে আমরা অবগত ছিলাম না। ওইদিনই আমরা জানতে পারি আমাদের কমিটিতে রাখা হচ্ছে বা সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে কে থাকছেন। সবকিছু আমরা ওইদিন এসেই জানতে পারি।’

শর্মীলা ইসলাম জানান, ‘যারা এই কমিটি করেছেন, তারা নিজেদের মতো এবং সম্পূর্ণ ব্যক্তি স্বার্থে এই কমিটি করেছেন। আমাদের নিজেদের কোনো সম্পৃক্ততা ছিল না। সাধারণ শিক্ষার্থীদের মতামত, যোগ্যতার বিচার না করে এই কমিটি করা হয়েছে। সুতরাং আমরা সবাই পদত্যাগ ঘোষণা করছি এবং আমরা চাই গঠনতন্ত্র মেনে নতুন কমিটি হোক। আমরা চাই গণ বিশ্ববিদ্যালয় ফার্মেসি ক্লাব সামনের দিকে এগিয়ে যাক।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ফার্মেসি ক্লাবের সহসভাপতি পবিত্র কুমার শীল, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ পাল, অর্থ সম্পাদক শাবনাজ শিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাকিব আল হাসান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সানজিদা আহমেদ টুম্পা, সেমিনার সম্পাদক শর্মীলা ইসলাম, সমাজসেবা সম্পাদক রাবেল মিয়া এবং কমিটির সাধারণ সদস্যসহ মোট ১৮ জন সদস্য ।

এ ব্যাপারে ফার্মেসি ক্লাবের সভাপতি ফারুক আলম জানান, ‘তারা পদত্যাগ পত্র জমা দিয়েছে। প্রথম কমিটি গঠনতন্ত্রের ঊর্ধ্বে। সংগঠনে সকলকে পদ দেওয়া সম্ভব নয়। আশা করি এ সমস্যা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে।’

আরও পড়ুন : নিরাপদ সড়কের দাবিতে চুয়েটে মানববন্ধন

উল্লেখ্য, সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২৯তম ব্যাচের ফারুক আলমকে সভাপতি এবং ৩০তম ব্যাচের সাদিয়া সাবরিন রাশনাকে সাধারণ সম্পাদক করে গবি ফার্মেসি ক্লাবের ২৬ সদস্যবিশিষ্ট প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড