• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজিসিটিইউবিতে আন্তঃসেমিস্টার ক্রিকেট টুর্নামেন্ট সমাপ্ত

  বিজিসিটিইউবি প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৭
আন্তঃসেমিস্টার ক্রিকেট টুর্নামেন্ট
আন্তঃসেমিস্টার ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ম্যাচ (ছবি : দৈনিক অধিকার)

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (বিজিসিটিইউবি) ব্যবসায় প্রশাসন অনুষদ আয়োজিত আন্তঃসেমিস্টার ক্রিকেট টুর্নামেন্ট সমাপ্ত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিজিসি বিদ্যানগরে শহীদ মিনার সংলগ্ন মাঠে ফাইনাল খেলার মধ্যে দিয়ে এর সমাপ্তি হয়।

ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক আমানুল হকের সভাপতিত্বে চূড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আ.ন.ম ইউসুফ চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক রনজিত কুমার দে, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. নারায়ন বৈদ্য, রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার।

আরও উপস্থিত ছিলেন- বিবিএ কো-অর্ডিনেটর ড. সরোয়ার উদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, ডেপুটি কন্ট্রোলার মকসুদুর রহমান চৌধুরী, সহকারী রেজিস্ট্রার অজয় মজুমদার, ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক মোহনা বিশ্বাস, প্রভাষক উম্মে সালমা হক, প্রভাষক সাইফুল ইসলাম সহ ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

আরও পড়ুন : সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না বুয়েট

টুর্নামেন্টে ব্যবসায় প্রশাসন অনুষদের বিভিন্ন সেমিস্টারের ৮টি দল গ্রুপ লীগ ভিত্তিতে অংশগ্রহণ করে। চূড়ান্ত খেলায় বিজিসি ফায়ার (৬ষ্ঠ সেমিস্টার) নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১০৫ রান সংগ্রহ করে। জবাবে বিজিসি হ্যারিকেন (৮ম সেমিস্টার) নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করলে বিজিসি ফায়ার ৩৫ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে বিজিসি ফায়ারের অধিনায়ক সাইদ হোসেন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

ব্যবসায় প্রশাসন অনুষদের প্রভাষক মাহমুদুল হক এবং আইন বিভাগের প্রভাষক রিদোয়ানুল হক আম্পায়ারের দায়িত্ব পালন করেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড