• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বহিরাগতদের দেওয়া আগুনে পুড়ল ইবির বাগান

  ইবি প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৭
অগ্নিকাণ্ড
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাগানে বহিরাগতদের দেওয়া আগুন (ছবি : দৈনিক অধিকার)

বহিরাগতদের দেওয়া আগুনে পুড়ে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাগানের অনেক মূল্যবান গাছ। এতে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন বাগানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেশ কিছু ছোট-বড় গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, দুপুরে কয়েকজন বহিরাগত ক্যাম্পাসের বঙ্গবন্ধু হলের পাশের মেহগনি বাগান ও কেন্দ্রীয় ক্রিকেট মাঠের পাশের পেয়ারাতলায় আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। ফলে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী বহিরাগতদের বাধা দিলে তারা তেড়ে আসে।

এক পর্যায়ে সেখানে অন্য শিক্ষার্থীরা জড়ো হতে থাকলে বহিরাগতরা দেয়াল টপকে পালিয়ে যায়। পরে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আসলেও তার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

আরও পড়ুন : অবৈধ নিয়োগে ১০ বছর ধরে অধ্যক্ষ আব্দুর রহিম

ঘটনার সঙ্গে জড়িতরা সবাই ক্যাম্পাসের পাশের এলাকার বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ জানান, সকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড