• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাকৃবিতে মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 

  বাকৃবি প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:১০
বাকৃবি
বক্তব্য রাখছেন বাকৃবি উপউপাচার্য (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খন্দকার জাহানারা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাকৃবি উপউপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের উপদেষ্টা এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক ড. শঙ্কর কুমার রাহা, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, সদস্য অধ্যাপক ড. এমএএম ইয়াহিয়া খন্দকার, প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. আব্দুল জব্বার প্রমুখ।

আরও পড়ুন : পাঁচটি বাস পাচ্ছে সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীরা

বাকৃবি উপউপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান বলেন, ‘মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয় একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান যা মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ ও ঐতিহ্যকে ধারণ এবং লালন করে চলেছে। আজকের এই কোমলমতি শিশুরাই পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেদেরকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে তুলে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে সাহায্য করবে।’

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড