• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জবিতে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা 

  জবি প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৫
জবি
নবীন বরণ (ছবি : দৈনিক অধিকার)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নানা আয়োজনে এই অনুষ্ঠান হয়।

জবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আইইআর ইনস্টিটিউটের অধ্যাপক ড. নাজমুল হক, জবি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. চ ল কুমার বোস প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, বর্তমান শিক্ষাক্ষেত্রে অযোগ্য লোকের ছড়াছড়ি, যারা শিক্ষকতা করছেন তারা এ পেশাকে ‘ফার্স্ট চয়েজ’ হিসেবে না নিয়ে অন্য কোথাও সুযোগ না পেয়ে শিক্ষকতাকে উপার্জনের মাধ্যম হিসেবে নিচ্ছেন। এদের মাধ্যমে প্রয়োজনীয় উন্নয়ন সম্ভব নয়। আজকে যারা আইইআর এ নতুন, বর্তমান আর সদ্য বিদায়ী তাদেরই এই কাজে এগিয়ে আসতে হবে। বর্তমানে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে কিন্তু আমাদের শিক্ষকরাই অনেকে জানে না সৃজনশীল পদ্ধতি কি! তাই আইইআর ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এ বিষয়ে দায়িত্ব নিতে হবে। একদম ছোট থেকে শিশুদের সৃজনশীল করে গড়ে তুলতে হবে।

আরও পড়ুন : জবি বাঁধন ইউনিটের কার্যক্রম স্থগিত

অধ্যাপক ড. মনিরা জাহান বলেন, আইইআর ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার কারণেই আইইআর এই চার বছরে অনেকদূর এগিয়েছে।

আলোচনা সভা শেষে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড