• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  ডিসি প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৭
ঢাকা কলেজ
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী (ছবি : দৈনিক অধিকার)

ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর উৎসব মুখর পরিবেশে ঢাকা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ। এতে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মশাল (ছবি : দৈনিক অধিকার)

সকাল ৯টা ৩০ মিনিটে প্রধান অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ক্রীড়া শপথ পাঠ, ক্রীড়া মশাল প্রজ্বলন করা হয়। পরবর্তীকালে বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয় এবং খেলা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুন : বেরোবিতে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা

ক্রীড়া প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন- শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস সিকদার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপকগণ, সহকারী অধ্যাপকগণসহ সকল পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরা ও কর্মচারীরা।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড