• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবিতে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা

  বেরোবি প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৪
বেরোবি
নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা (ছবি : সংগৃহীত)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মুজিববর্ষ উপলক্ষে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মাহবুব কবীর।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. আব্দুল আলীম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক- তাবিউর রহমান প্রধান, বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুব কবীর বলেন, ‘অনিরাপদ খাদ্য সরবরাহ আমাদের প্রত্যেকের জন্য ক্ষতিকর। আমরা নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। এবং তা বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করছি।’

আরও পড়ুন : বিদ্যুৎ বিলের ‘বাড়তি চার্জ’ নিয়ে রাব্বানীর প্রতিবাদ

কর্মশালায় বিভিন্ন বিভাগের প্রায় দেড়শত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড