• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাবিতে ছাত্র অধিকার পরিষদের ২য় বর্ষপূর্তি

  জাবি প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৩
জাবি
ছাত্র অধিকার পরিষদের ২য় বর্ষপূর্তি (ছবি : সংগৃহীত)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাধারণ ছাত্র অধিকার পরিষদের ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল, সমস্বরে শহীদ মিনারে জাতীয় সঙ্গীত গেয়ে এবং কেক কেটে ২য় বর্ষপূর্তি উদযাপন করেন।

এ সময় সভাপতি আরমানুল ইসলাম খান বলেন, ‘সাধারণ ছাত্র অধিকার পরিষদ নতুন নামে নতুনভাবে আগামী দিনের কার্যক্রমে এগিয়ে যাবে। দলীয় দাসত্ব ও লেজুড়বৃত্তি থেকে বেরিয়ে অন্যায় অনিয়মের বিরুদ্ধে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে দুই বছর আগে তাদের যাত্রা শুরু। যে কোনো যৌক্তিক দাবিতে ছাত্র অধিকার পরিষদ রাজপথে আন্দোলন সংগ্রামে অতীতে ছিল এবং সামনেও থাকবে।’

এ সময় তিনি আরও বলেন, ‘নবীন শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ, সাম্য ও গণমানুষের পক্ষে অধিকার আদায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদে যুক্ত হবার আহ্বান জানাচ্ছি।’

৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শাকিল-উজ-জামান বলেন, ‘বৈষম্যহীন সোনার বাংলা গড়তে ১৯৭১ সালে দেশে যুদ্ধ হয়েছে ঠিকই কিন্তু স্বাধীনতার ৪৯ বছর পেরিয়ে গেলেও বৈষম্য ঠিকই রয়েছে। এ বৈষম্যের বিরুদ্ধে কোটা সংস্কারের লক্ষ্যে আমাদের যাত্রা শুরু হয়। যখনই আমরা কোনো যৌক্তিক দাবিতে রাজপথে নেমেছি বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছি, তবু ও আমরা পিছপা হয়নি। নতুন বর্ষে আর ও গতিশীলভাবে ছাত্র অধিকার পরিষদের কার্যক্রম এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মিখা পীরেগু, ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) জাবি শাখার সভাপতি মাহাথির মোহাম্মদ, সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : এআইইউবিতে ভিন্ন আঙ্গিকে বসন্ত বরণ

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ গড়ে ওঠে। সোমবার বর্ষপূর্তিতে নাম পরিবর্তন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নামে নতুন করে যাত্রা শুরু করে সংগঠনটি।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড