• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

উত্ত্যক্তকরণ আইনের লিঙ্গনিরপেক্ষ সংস্কার দাবি ঢাবি শিক্ষার্থীদের 

  ঢাবি প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫১
ঢাবি
মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

উত্ত্যক্তকরণ আইনের লিঙ্গনিরপেক্ষ সংস্কারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাবি রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধনে তারা এই দাবি জানান।

মানববন্ধনে ৩ দফা দাবি জানান তারা। দফাগুলো হলো- উত্ত্যক্তকারী ছাত্রীদের শুধু বহিষ্কার নয়, রাষ্ট্রীয় আইনে বিচার করতে হবে; লিঙ্গ বৈষম্য দূরীকরণে, উত্ত্যক্তকরণ আইনের ৫০৯ দণ্ডবিধি সংস্কার করে লিঙ্গ নিরপেক্ষ করতে হবে; সংবিধানের ২৭ নাম্বার অনুচ্ছেদের বাস্তবায়ন তথা নারী পুরুষ নির্বিশেষে সকলকেই আইনের সমান আশ্রয় লাভের অধিকার নিশ্চিত করতে পুরুষের প্রতি লিঙ্গ বৈষম্যমূলক আইনের ধারাগুলোর যৌক্তিক সংস্কার করতে হবে।

মানববন্ধনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের র‍্যাগিংয়ের সঙ্গে সম্পৃক্ত ও শিক্ষার্থী উত্ত্যক্তের ঘটনায় জড়িত মীম, আনিকা ও মৌমিতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, ‘এমন জঘন্য অপরাধের জন্য শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বহিষ্কার একজন উত্ত্যক্তকারীর শাস্তি হতে পারে না। এই তিন শিক্ষার্থীর বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে বিচার করতে হবে।’

আরও পড়ুন : নোবিপ্রবি শিক্ষার্থী সোহেলকে বাঁচাতে প্রয়োজন ১৫ লাখ টাকা

শিক্ষার্থীরা আরও জানান, দ্রুত সময়ের মধ্যে আমাদের সকল দাবি না মানা হলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় শিক্ষার্থীদের একতাবদ্ধ হওয়াটা সময়ের দাবি। ক্যাম্পাসে বা হলে শিক্ষার্থীদের উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড