• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজিসিটিইউবিতে বুধবার ইংরেজি বিভাগের প্রামাণ্য চিত্র প্রদর্শনী

  বিজিসিটিইউবি প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:১১
বিজিসিটিইউবি
ইংরেজি বিভাগের প্রামাণ্য চিত্র প্রদর্শনী (ছবি : দৈনিক অধিকার)

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (বিজিসিটিইউবি) সার্কেল অব ইংলিশ ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারেচার ক্লাবের অধীনে প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী।

ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. খালেদ বিন চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত থাকবেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এ.এন.এম. ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. নারায়ণ বৈদ্য, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক রণজিৎ কুমার দে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার এবং বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

এছাড়া প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অঙ্কুর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রধান নির্বাহী মঞ্জুর হোসেন ঝিন্টু।

আরও পড়ুন : জাককানইবিতে ফোকলোর বিভাগের বসন্ত উৎসব

মাদক সমস্যাকে কেন্দ্র করে নির্মিত প্রামাণ্য চিত্রটি তৈরিতে স্ক্রিপ্ট ডিরেক্টর ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক তানজিন সুলতানা। ‘মাদককে না বলুন’ এই প্রতিপাদ্যে সমাজে মাদক সমস্যা দূরীকরণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রামাণ্য চিত্রটি প্রদর্শিত হবে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড