• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শুক্রবার পর্যন্ত ইবি কর্মকর্তাদের কর্মবিরতি স্থগিত

  ইবি প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৯
ইসলামী বিশ্ববিদ্যালয়
কর্মবিরতিতে কর্মকর্তা সমিতির নেতারা বক্তব্য রাখছেন (ছবি : সংগৃহীত)

১৬ দফা দাবিতে আন্দোলনরত ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতি আগামী শুক্রবার পর্যন্ত আন্দোলন স্থগিত করেছেন।

টানা ৫ দিন আন্দোলনের পর রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুই ঘণ্টার কর্মবিরতি শেষে দুপুর ১টায় এ ঘোষণা দেন ইবি কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা।

এ সময় তিনি বলেন, ‘আমাদের সর্বোচ্চ অভিভাবক উপাচার্যের আহ্বানে আমরা সমিতির নেতৃবৃন্দ ১৫ ফেব্রুয়ারি তার সঙ্গে মতবিনিময় করি। সেখানে উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার স্যার উপস্থিত ছিলেন। এছাড়াও ১৬ ফেব্রুয়ারি সকালে সমিতির একটি প্রতিনিধি দল তাদের সঙ্গে মতবিনিময় করেন। তারা আমাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দেওয়ায় আজকের এ সভা থেকে সর্বসম্মতিক্রমে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করা হলো। তবে ২১ ফেব্রুয়ারির মধ্যে সিন্ডিকেট ও পোষ্য কোটায় ভর্তি সংক্রান্ত সভার তারিখ ঘোষণাসহ ১৬ দফার মধ্যে সিন্ডিকেট ব্যতীত যে সকল দাবি বাস্তবায়ন করা সম্ভব সেগুলো বাস্তবায়ন করা হলে প্রশাসন কর্তৃক ঘোষিত সিন্ডিকেটের দিন পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখা হবে। অন্যথায় ২২ ফেব্রুয়ারি থেকে আবারও কর্মবিরতির কর্মসূচি চলবে।’

আরও পড়ুন : ইবিতে বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে কুইজ প্রতিযোগিতা

উল্লেখ্য, কর্মকর্তারা ১৬ দফা দাবি আদায়ে পূর্ব ঘোষণা অনুযায়ী গত ১০ ফেব্রুয়ারি থেকে প্রশাসন ভবনের সামনে কর্মবিরতি পালন করে আসছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড