• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গবেষণায় সম্মাননা পেলেন সিকৃবির ছয় শিক্ষক

  সিকৃবি প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৭
সিকৃবি
সম্মাননা হাতে শিক্ষকরা ( ছবি : দৈনিক অধিকার)

গবেষণার জন্য সেরা প্রকাশনার সম্মাননা পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছয় শিক্ষক।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সিলেটের আমানউল্লাহ কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তাদেরকে এই সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা হলেন- মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বাশির উদ্দিন, উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিশ্বজিৎ দেবনাথ, মাৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু জাফর বেপারী, কৃষি অর্থনীতি ও পলিসি বিভাগের অধ্যাপক ড. জসীম উদ্দিন আহাম্মদ, কৃষিবিষয়ক নির্মাণ ও পরিবেশ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. তরিকুল ইসলাম, ফার্মাসিউটিক্যাল ও শিল্প জৈবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান।

আরও পড়ুন : জোহা দিবসকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি

এ অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নূর হোসেন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জীতেন্দ্রনাথ অধিকারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড