• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা কলেজে ভূমিকম্প ও অগ্নি নির্বাপণ মহড়া

  ডিসি প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:১৫
ঢাকা কলেজ
ভূমিকম্প ও অগ্নি নির্বাপণ মহড়া (ছবি : দৈনিক অধিকার)

স্বেচ্ছাসেবী সংগঠন যুব রেড ক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিটের আয়োজনে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা কলেজের টেনিস মাঠে চার দিনব্যাপী অনুসন্ধান ও উদ্ধার প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মহড়ায় শিক্ষার্থীদের ভূমিকম্প পরবর্তী করণীয়, অগ্নিনির্বাপণের পদ্ধতি, দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

মহড়ার একটি অংশ (ছবি : দৈনিক অধিকার)

সমাপনী অনুষ্ঠানে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাউদ্দিন, উপমহাসচিব রফিকুল ইসলাম বাবু, কোষাধ্যক্ষ লুৎফুর রহমান হেলাল, যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার, প্রশিক্ষণ বিভাগের পরিচালক একরাম এলাহী চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

আরও পড়ুন : বই মেলার প্রধান আকর্ষণ ডাকসুর বঙ্গবন্ধু কর্নার

এছাড়াও উপস্থিত ছিলেন- ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার, কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান, যুব রেড ক্রিসেন্ট ঢাকা কলেজের দায়িত্বরত শিক্ষক সহযোগী অধ্যাপক শেখ সাব্বির আহমেদ, সহযোগী অধ্যাপক ফারজানা ইসলাম, সহকারী অধ্যাপক এনামুল কবির মিয়া, সহকারী অধ্যাপক সানি ইসলাম বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, যুব রেড ক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিটের যুব প্রধান আতিকুল ইসলাম সহ প্রমুখ।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড