• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেকৃবিতে ‘বায়ো-সিকিউরিটি অ্যান্ড ভেনেটিলেশন’ কর্মশালা

  শেকৃবি প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩০
শেকৃবি
কর্মশালা (ছবি : দৈনিক অধিকার)

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ‘বায়ো-সিকিউরিটি অ্যান্ড ভেনেটিলেশন’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের এএসভিএম অনুষদ গ্যালারি রুমে এ কর্মশালা হয়। ‘পোল্ট্রি প্রফেশনালস বাংলাদেশ (পিপিবি)’-এর সহযোগিতায় এবং ‘নলেজ শেয়ারিং সেশন অন পোল্ট্রি ফার্ম ম্যানেজমেন্ট’-এর সার্বিক তত্ত্বাবধায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. আনোয়ারুল হক বেগ, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি খন্দকার মহসিন, মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান কেবিএম সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- প্যারাসাইটোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান উদয় কুমার মহন্ত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. নন্দ দুলাল টিকাদার, পিপিবির কো-অরডিনেটর মজুমদার অঞ্জন, কর্মশালা কমিটির কো-অরডিনেটর নিতিস কুমার কুমার, রোশারিও এর কান্ট্রি হেড একেএম রফিকুল ইসলাম চৌধুরী, ফার্মা অ্যান্ড ফার্মের সেলস ম্যানেজার আবু সুফায়ান।

আরও পড়ুন : শিক্ষার্থীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন ইবি কর্মকর্তা!

কর্মশালায় পোল্ট্রি রোগ প্রতিরোধে কীভাবে জীব নিরাপত্তা ও ভেন্টিলেশনের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড