• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইবির ছাত্রী হলে বঙ্গবন্ধু লাইব্রেরির উদ্বোধন

  ইবি প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২০
ইবি
বঙ্গবন্ধু লাইব্রেরির উদ্বোধন (ছবি : দৈনিক অধিকার)

মুজিববর্ষ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রীদের আবাসিক হলে ‘বঙ্গবন্ধু লাইব্রেরি’ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী ইবির খালেদা জিয়া হলে এ লাইব্রেরির উদ্বোধন করেন।

এর আগে, সকালে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রেবা মণ্ডলের সভাপতিত্বে ও আবাসিক শিক্ষক মাহবুবা সিদ্দিকার সঞ্চালনায় আলোচনা সভায় সহকারী প্রক্টর ড. নাছির উদ্দিন, সহকারী প্রক্টর এস এম নাসিমুজ্জামান, আবাসিক শিক্ষক শ্যাম সুন্দর সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় ইবি উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধু লাইব্রেরি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করল। এখানে অসংখ্য গ্রন্থ থাকবে। গবেষণা, উপন্যাস, সাহিত্য এবং কবিতায় নিজেদের নতুন মাত্রিকতায় আবিষ্কার করবে।’

আরও পড়ুন : শিক্ষা সমাপনী উৎসবে এতিমদের শিক্ষা উপকরণ বিতরণ

এ সময় অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর লেখা ২টি বই লাইব্রেরিতে উপহার হিসেবে দেওয়া হয়। এছাড়া হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রেবা মণ্ডলকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু কাউন্সেলিং সেল কমিটি গঠন করা হয়।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড