• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা শুরু

  চুয়েট প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৬
চুয়েট
ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২০ শুরু হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর সংলগ্ন ভলিবল কোর্টে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গৃহীত বছরব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ছাত্রকল্যাণ দপ্তরের সহযোগিতায় এবং শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালনায় এবারের প্রতিযোগিতায় পাঁচটি আবাসিক হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী হলগুলো হচ্ছে- বঙ্গবন্ধু হল, শেখ রাসেল হল, শহীদ মোহাম্মদ শাহ হল, শহীদ তারেক হুদা হল এবং ড. কিউ. কে হল।

আরও পড়ুন : শাবিপ্রবিতে ‘কিন’ এর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি কাল

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন- পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রবিউল আলম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা বিভাগের ডেপুটি চিফ জনাব মোহাম্মদ জসিম উদ্দিন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড