• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাবিতে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু

  রাবি প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৮
রাবি
আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন (ছবি : দৈনিক অধিকার)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধু বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও উপউপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল আরিফ, রাবি প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু প্রমুখ উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ২১টি বিশ্ববিদ্যালয় ও ৩ দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ২৬টি বিশ্ববিদ্যালয় দলের দুই শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছে।

অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান প্রোগ্রাম ও বিচারক মনোনয়ন উপকমিটির আহ্বায়ক মো. সাইয়েদুজ্জামান ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার শপথ বাক্য পাঠ করান প্রোগ্রাম ও বিচারক মনোনয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

আরও পড়ুন : মুজিববর্ষে হাবিপ্রবিতে ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিকের উদ্বোধন

অনুষ্ঠানে মশাল প্রজ্বলন করে মাঠ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের কৃতী অ্যাথলেট শিরিন আক্তার ও মাহফুজ হাসান।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড