• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুজিববর্ষে হাবিপ্রবিতে ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিকের উদ্বোধন 

  হাবিপ্রবি প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৯
হাবিপ্রবি
ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক উদ্বোধন (ছবি : দৈনিক অধিকার)

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশেষায়িত অ্যাম্বুলেন্সে ক্লিনিকটির উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম ভেটেরিনারি হাসপাতালের সামনে ভ্রাম্যমাণ ক্লিনিকের উদ্বোধন করেন।

উপাচার্য বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে বেশকিছু উদ্যোগ হাতে নিয়েছিলাম। ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক একটি নতুন ধারণা। মানুষ অসুস্থ হলে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, কিন্তু পশু পাখির জন্য এ ধরনের কোনো ব্যবস্থা নেই। সেই চিন্তা থেকেই এ ভ্রাম্যমাণ ক্লিনিকের উদ্যোগ নেওয়া। এতে সার্জারির ব্যবস্থাসহ উন্নত সেবা প্রদানের সকল সুযোগ সুবিধা রয়েছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক, ভেটেরিনারি অনুষদের দায়িত্বপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. তাহেরা ইয়াসমিন প্রমুখ।

আরও পড়ুন : রাবির সেই ছাত্রকে আজীবন বহিষ্কারের দাবি

উদ্বোধন শেষে ক্লিনিকটি দিনাজপুরের রামডুবির বীরগা গ্রামে সেবা দিতে যায়। সেখানে এক কৃষকের গরুর ঝংকা রোগের অপারেশন করাসহ ৩টি গরুর বিভিন্ন রোগের অপারেশন করা হয়।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড