• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুপার সাপ্লিমেন্টারি নেওয়ার সিদ্ধান্ত গবি প্রশাসনের  

  গবি প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৩
গবি
সুপার সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি (ছবি : দৈনিক অধিকার)

শিক্ষার্থীদের দাবির মুখে সুপার সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গণ বিশ্ববিদ্যালয় (গবি) প্রশাসন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন জানান, ‘নন ডিপার্টমেন্টাল কোর্সে অনেক শিক্ষার্থী ফেল করেছে। বিভাগীয় বিষয় ব্যতীত, অন্য কোর্সে ফেল করলে ডিটেইন দেওয়ার নিয়ম নাই। যদি ওই হিসাব বিভাগ থেকে নেওয়া হয়, তবে দেখা যাবে অনেকেরই ডিটেইন বাদ যাবে। প্রতিটি বিভাগ থেকে হিসাব নেওয়া হবে এবং বিভাগীয় কোর্সগুলো আলাদা করা হবে। মূল কোর্সগুলোয় পরীক্ষা হবে এবং সবাই পরীক্ষায় বসতে পারবে।’

জানা যায়, ‘বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি, ফার্মেসীসহ বিভিন্ন বিভাগের প্রায় ১২৫ জন শিক্ষার্থী অক্টোবর সেশনের পরীক্ষায় অন্তত ৩ কোর্সে অকৃতকার্য হন।

শিক্ষার্থীদের দাবি, ফিজিওথেরাপি বিভাগের অনুমোদন সংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণে সঠিকভাবে ক্লাসে অংশগ্রহণ করতে পারেনি। এমন কি বিভিন্ন শিক্ষক তাদেরকে ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দিয়েছেন।

ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থী সাব্বির খান বলেন, ‘যেসব শিক্ষার্থীরা ডিটেইন প্রাপ্ত তাদের বেশিরভাগই মেধাবী শিক্ষার্থী। যারা বিভাগের অনুমোদন সংক্রান্ত জটিলতা সমাধানের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তারাই বেশি ভুক্তভোগী। এবার আমাদের ডিটেইন প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ফিজিওথেরাপি বিভাগের ইতিহাসে সর্বোচ্চ।

আরও পড়ুন : সুপার সাপ্লিমেন্টারির দাবিতে গবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

এ সময় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) মো. জুয়েল রানা, সাধারণ সম্পাদক (জিএস) মো. নজরুল ইসলাম রলিফ, কোষাধ্যক্ষ খাদিজা আক্তার সেতু, সাধারণ ছাত্র পরিষদের শেখ খোদারনুর রনিসহ বিভিন্ন বিভাগের প্রায় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড