• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিকৃবিতে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নতুন কমিটি

  সিকৃবি প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪২
সিকৃবি
শিক্ষক পরিষদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক (ছবি : সম্পাদিত)

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে ভেটেরিনারি অ্যানিমেল ও বায়োমেডিকেল সায়েন্সস অনুষদের অধ্যাপক ড. মো. আতিকুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিশ্বজিৎ দেবনাথ নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে এ কমিটি গঠন করা হয়।

এ কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ ড. মো. আবু জাফর বেপারী, যুগ্ম সম্পাদক সরকার মো. ইব্রাহীম খলিল, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাশেম, প্রচার সম্পাদক মো. শেখ ফরিদ, সাংস্কৃতিক সম্পাদক সুস্মিতা রানী সাহা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্রনজিত কুমার দাশ।

এ কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. আবুল বাসেত, অধ্যাপক ড. পীযুষ কান্তি সরকার, অধ্যাপক ড. নজরুল ইসলাম, ড. মো. মাহফুজুর রহমান, ড. চন্দ্র দাশ, শেখ রাসেল আহমেদ, মো. রশিদ আহমদ।

আরও পড়ুন : কেন্দ্রীয়ভাবেই হবে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

উল্লেখ্য, ‘প্রগতির পথে, বঙ্গবন্ধুর আদর্শে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অরাজনৈতিক সংগঠন’ প্রতিপাদ্যে ২০০৮ সালের অক্টোবর মাসে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের যাত্রা শুরু হয়।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড