• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জবিতে ‘চলচ্চিত্রে নারী’ শীর্ষক বিশেষ প্রদর্শনী

  জবি প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৯
আলোচনা
বাংলা চলচ্চিত্রে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা (ছবি : দৈনিক অধিকার)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চলচ্চিত্র সংসদ আয়োজিত আমাদের সিনেমার অংশ হিসেবে ‘চলচ্চিত্রে নারী’ শীর্ষক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক ফাতেমা আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- অভিনেত্রী বন্যা মির্জা ও চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু। এতে বক্তারা বাংলা চলচ্চিত্রে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

৩ দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসব আমাদের সিনেমাতে গত বছরের আলোচিত ৭টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। দেশীয় চলচ্চিত্রের প্রচার ও প্রসারের লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়।

সমাপনী দিনে সকাল ৯টায় ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘ইতি তোমারই ঢাকা’ এবং দুপুর ১২টায় সিনেপ্লেক্সের ব্যানারে নির্মিত চলচ্চিত্র ন’ডড়াই প্রদর্শিত হয়।

আরও পড়ুন : বঙ্গবন্ধু মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

এ সময় প্রধান অতিথি হিসেবে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, প্রধান বক্তা হিসেবে জবি চলচ্চিত্র সংসদের মেন্টর এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন জুনায়েদ আহমদ হালিম, সংগঠনের সাবেক সভাপতি দেবাশীষ বিশ্বাস পাভেল ও এসরার এহসান এবং সাবেক সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম শাওন ও মাহমুদুল কবির মিল্টন প্রমুখ উপস্থিত ছিলেন।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড