• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিয়োগ পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে জাবিতে বিক্ষোভ

  জাবি প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪১
জাবি
বিক্ষোভ মিছিল (ছবি : দৈনিক অধিকার)

সব ধরনের নিয়োগ পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুরাদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের অধিকাংশ গ্রামের কৃষক ও শ্রমিকদের সন্তান। আবেদন ফি অতিরিক্ত হওয়ায় পড়ালেখা শেষ করেও তারা চাকরির জন্য আবেদন করতে পারছে না। অনতিবিলম্বে বেসরকারি ব্যাংকগুলোর মতো সব চাকরির আবেদন ফি ফ্রি করতে হবে। অন্যথায় আবেদন ফি কমিয়ে ২শ টাকার মধ্যে আনতে হবে। তাহলে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারবেন।’

আরও পড়ুন : ভালোবাসা দিবসে জাবির মীর মশাররফ হোসেন হলের পুনর্মিলনী

কর্মসূচির মুখপাত্র ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী শাকিল উজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পরে চাকরির আবেদন করতে গিয়ে আমাদের প্রতারণার শিকার হতে হচ্ছে। অতিরিক্ত আবেদন ফি নির্ধারণ করায় গরিব শিক্ষার্থীরা সকল চাকরিতে আবেদন করতে পারছে না। অপরদিকে উন্নত বিশ্বে যেখানে সরকার থেকে বেকারদের ভাতা দেওয়া হয় সেখানে আমাদের দেশে চাকরির পরীক্ষার নামে বেকারদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। অনতিবিলম্বে আবেদন ফি সহনীয় পর্যায়ে কমিয়ে আনতে হবে। সকল ধরনের নিয়োগে আবেদন ফি ২০০ টাকার বেশি নেওয়া যাবে না। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং সারা দেশে সমন্বিত তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড