• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাবিপ্রবিতে করোনা বিষয়ক সেমিনার

  হাবিপ্রবি প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৭
করোনা ভাইরাস
করোনা বিষয়ক সেমিনারে আগত অতিথিরা (ছবি : দৈনিক অধিকার)

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) করোনা ভাইরাস বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর অডিটোরিয়ামে ‘করোনা ভাইরাস ইনফেকশন-প্রিপেয়ারডনেস অ্যান্ড প্রিকশন’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।

মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম।

বিশেষ অতিথি ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. হারুন-উর-রশীদ এবং রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. খালেদ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. যোগেন্দ্র নাথ সরকার। সেমিনারে ভাইরাসটির উৎপত্তি, প্রকৃতি, বংশবৃদ্ধি, ছড়ানোর প্রক্রিয়া, পরিত্রাণের উপায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন : ‘কেউ আমাদের দায়িত্ব নিতে চায় না’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বিশ্ব একটি দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে। এ সমস্যা এখন আর শুধু চীনের নয়। এটি এখন সারা বিশ্বের সমস্যা। আমাদের অনেক শিক্ষার্থী চীনে পড়াশোনার জন্য অবস্থান করে, আবার অনেক চীনা নাগরিক বিভিন্ন উন্নয়ন কাজের জন্য আমাদের দেশে অবস্থান করছে। তাই আমরাও এই ঝুঁকির বাইরে না। এ ব্যাপারে বাংলাদেশ সরকার ইতোমধ্যেই ব্যাপক সতর্কতা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি আমাদের নিজেদেরও সতর্ক থাকতে হবে।’

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড