• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাককানইবিতে মাদক বিরোধী সচেতনতামূলক সমাবেশ

  জাককানইবি প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৭
জাককানইবি
মাদক বিরোধী সচেতনতামূলক সমাবেশ (ছবি : সংগৃহীত)

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) মাদক বিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মুক্তমঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জালাল উদ্দিন, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মো. আক্কাছ উদ্দিন ভূঁঞা, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, ত্রিশাল সার্কেলের সহকারী পুলিশ সুপার স্বাগতা ভট্টাচার্য।

স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ূন কবীর।

আরও পড়ুন : সমালোচনার মুখে পদ ছাড়লেন বেরোবি উপাচার্য

সমাবেশে বক্তারা মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরে বক্তব্য দেন। মাদকের ভয়াবহতা সম্পর্কে ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড